শুরু হতে যাচ্ছে ফরিদপুর জিলা স্কুল পুনর্মিলনী ২০২৫ এর রেজিষ্ট্রেশন

ফরিদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদপুর জিলা স্কুল—যার ইতিহাস প্রায় দেড় শতাব্দীর—সেই গৌরবময় প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ‘Reunion 2025’ নামের এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন এখন আনুষ্ঠানিকভাবে শুরু হতেযাচ্ছে, যা ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও নস্টালজিয়ার সৃষ্টি করেছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা যাবে, যাতে দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা সহজেই অংশ নিতে পারেন। রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারীদের নাম, ব্যাচ, এসএসসি পাসের বছর, যোগাযোগ নম্বর এবং ইমেইলসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আয়োজন কমিটি জানিয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্নের পর প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ডিজিটাল আইডি কার্ড ও ইভেন্ট টিকেট প্রদান করা হবে, যা দিয়ে তারা অনুষ্ঠানের সব কার্যক্রমে অংশ নিতে পারবেন।

পুনর্মিলনী ২০২৫ শুধুমাত্র একটি আনন্দঘন মিলনমেলা নয়—এটি হবে প্রাক্তনদের স্মৃতি, সাফল্য ও সম্পর্কের এক পুনর্গঠনের মুহূর্ত। দীর্ঘদিন পর স্কুলের প্রিয় আঙিনায় একত্রিত হয়ে সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের আয়োজন থাকবে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, পুনর্মিলনীর মূল অনুষ্ঠান ২০২৫ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাজানো হবে স্কুলের ঐতিহাসিক ক্যাম্পাস, যেখানে প্রত্যেক প্রাক্তন ছাত্রের জন্য থাকবে এক টুকরো আবেগ, একখণ্ড অতীত। রেজিস্ট্রেশন চলবে সীমিত সময়ের জন্য, তাই সবাইকে দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুর জিলা স্কুলের এই পুনর্মিলনী কেবল একদিনের উৎসব নয়—এটি প্রজন্মের বন্ধন, স্মৃতির পুনর্জাগরণ, এবং এক অনন্ত সম্পর্কের উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *